মেয়ের সঙ্গে ভিডিও গেম খেলে সময় কাটাচ্ছেন সাকিব

১৭ এপ্রিল, ২০২০ ২১:০৯  
মেয়ের সঙ্গে ভিডিও গেম খেলে করোনাকালে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। শুক্রবার রাতে ফেসবুক লাইভে এমন তথ্যই জানান বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিজ ফাউন্ডেশনের জন্য অনুদান চাইতে নিউইউর্ক থেকে এই লাইভে অংশ নেন তিনি। তবে দর্শনার্থীর চাপে এসময় দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশ এর ওয়েব পেজ (https://www.sahfbd.com) অচল হয়ে পড়ে। ফেসবুক লাইভে সাকিব জানান, ফাউন্ডেশনের মাধ্যমে তিনি করোনাকালে বাংলাদেশের আর্তমানবতার সেবায় কাজ করবেন। খাদ্য ও স্বাস্থ্যসেবায় অবদান রাখতে চেষ্টা করবেন। এরপর আরো নতুন নতুন উদ্যোগ নেয়া হবে এই ফাউন্ডেশনের মাধ্যমে। আলাপকালে তিনি বলেন, এখন পরিবারের সঙ্গে সময় দেয়ার একটি বড় সুযোগ তৈরি হয়েছে। এতোদিন আমার বাচ্চাটার (আলাইনা) সঙ্গে সেভাবে সময় দেয়ার সুযোগ হয়নি। আমি এখন ওর সাথেই সময় ব্যয় করি। এখন বুঝি কতকিছু মিস করেছি। আমার জন্য এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাচ্চার সঙ্গে অনেক সময় দেয়া হচ্চে। সারাক্ষণ ও আমার সঙ্গে গল্প করে। আমি ওর সঙ্গে খেলা করি। ভিডিও গেমস ও যে কোনো খেলা। এভাবেই আমি আমার সময় দারুণ উপভোগ করছি।